Tuesday, January 31, 2023

Holi Festival Tours In Sundarban Wild Camp

ফাগুন মাস আর বনে রঙের ছোঁয়া লাগবেনা তা কখনো কি হয় ?  বন্য পাখিদের মিষ্টি কলতানে বনের প্রতিটি কোন ভোরে ওঠে। সুন্দরবন যেন মন মাতাল করা রুপে ক্রমশ প্রকাশমান। আকাশ- বাতাস- জল-জঙ্গল মুখরিত হয়ে ওঠে ফাগুন রাঙা রঙে ।
 
এবারের বসন্ত কে অন্যভাবে আপ্যায়ন করতে চলে আসুন মায়াবিনী সুন্দরবনে আর উপভোগ করুন বন্য প্রকৃতির অকৃত্রিম সৌন্দর্য্যের মুগ্ধতা।
    

February :- 3,4,5 / 10,11,12 / 17,18,19 / 24,25,26     

            

March :- 3,4,5 / 6,7,8 হোলি স্পেশাল ট্যুর.

👉 *আমাদের প্যাকেজের সুবিধা :-
👉 হাউসবোটে / লঞ্চে জঙ্গল ভ্রমন।
👉  অভিজ্ঞ ট্যুর ম্যানেজার।
👉  সরকারি গাইড।
👉 আদিবাসী নৃত্য / বাউল গান।
👉 গ্ৰামীন ও বন্য জীবনের আকর্ষণ।
👉 হোটেল / রিসর্টে রাত্রি যাপন।

     🟣🟣🟣  ভ্রমন তালিকা  🟣🟣🟣

 *প্রথম দিন :-গদখালি থেকে বোটে/লঞ্চে উঠবে, গোসবা, রবীন্দ্রনাথের বেকন ব্যাংলো, হেমল্টন ব্যাংলো, পাখীর জঙ্গল, দয়াপুর/পাখীরালয় রাত্রি বাস হোটেল।

 *দ্বিতীয় দিন :- সজনে খালি, সুধন্যখালি, দোবাকি, পীর খালি, গাজিখালি, বনবিবি ভরানি, দেউল ভরানি, পঞ্চমুখানি ব্যাক পাখীরালয়/ দয়াপুর রাত্রি বাস হোটেল।

 তৃতীয় দিন:-দয়াপুর, জটিরাম পুর,লোকাল সাইডসিন ব্যাক গদখালী।

🟣  *রাত্রি হোটেলে ঝুমুর নাচ আয়োজন করা হবে। 
   
     🟣🟣🟣  ভুরিভোজ 🟣🟣🟣

 *প্রথম দিন  :- ওয়েলকাম ড্রিঙ্কস্

 *দুপুর* :- ভাত, ডাল, ভাজা, সবজি, চিংড়ি মাছের মালাইকারি,কাতলা মাছের কালিয়া, চাটনি, পাপড়।
 *সন্ধ্যা :- এগ চাউমিন, কফি।
 *রাত :- ভাত/ রুটি, ডাল, ভাজা, সবজি, চিকেন কসা।

 *দ্বিতীয় দিন সকালে :- বেডটি, রাধাবল্লভী, আলুর দম, ডিম।  
 *বেলা 11 টা :- মাছ ভাজা।
 *দুপুর :- ভাত, ডাল, ভাজা, সবজি, ভেটকি মাছ, চাটনি, পাপড়।
 *সন্ধ্যা :- চিকেন পকড়া, কফি।
 *রাত :- ফ্রাইড রাইস, চিকেন কষা, স্যালাড।

 *তৃতীয় দিন সকালে :- বেডটি, লুচি, অরকারি।

 *দুপুর:-  ভাত, ডাল, ভাজা, সবজি, পার্শে মাছ, চাটনি, পাপড়।

🔴 একদিন রাতে হোটেলে ঝুমুর নাচের আয়োজন করা হয়ে থাকে।

Contact - Sundarban Wild Camp 
PH - 9903694714 
Email - sourav@sundarbanwildcamp.in 
contact@sundarbannationalpark.co.in
Website - www.sundarbanwildcamp.com 
www.sundarbannationalpark.co.in

No comments:

Post a Comment

Please Do Not Entry Any Spam Link In Th Comment Box

Kolkata to Gangasagar Fixed Departure Package

  We provide Complete  Kolkata to Gangasagar Fixed Departure Package  for all coming pilgrims. Our Company provide private vehicle for trans...