Tuesday, January 31, 2023

Holi Festival Tours In Sundarban Wild Camp

ফাগুন মাস আর বনে রঙের ছোঁয়া লাগবেনা তা কখনো কি হয় ?  বন্য পাখিদের মিষ্টি কলতানে বনের প্রতিটি কোন ভোরে ওঠে। সুন্দরবন যেন মন মাতাল করা রুপে ক্রমশ প্রকাশমান। আকাশ- বাতাস- জল-জঙ্গল মুখরিত হয়ে ওঠে ফাগুন রাঙা রঙে ।
 
এবারের বসন্ত কে অন্যভাবে আপ্যায়ন করতে চলে আসুন মায়াবিনী সুন্দরবনে আর উপভোগ করুন বন্য প্রকৃতির অকৃত্রিম সৌন্দর্য্যের মুগ্ধতা।
    

February :- 3,4,5 / 10,11,12 / 17,18,19 / 24,25,26     

            

March :- 3,4,5 / 6,7,8 হোলি স্পেশাল ট্যুর.

👉 *আমাদের প্যাকেজের সুবিধা :-
👉 হাউসবোটে / লঞ্চে জঙ্গল ভ্রমন।
👉  অভিজ্ঞ ট্যুর ম্যানেজার।
👉  সরকারি গাইড।
👉 আদিবাসী নৃত্য / বাউল গান।
👉 গ্ৰামীন ও বন্য জীবনের আকর্ষণ।
👉 হোটেল / রিসর্টে রাত্রি যাপন।

     🟣🟣🟣  ভ্রমন তালিকা  🟣🟣🟣

 *প্রথম দিন :-গদখালি থেকে বোটে/লঞ্চে উঠবে, গোসবা, রবীন্দ্রনাথের বেকন ব্যাংলো, হেমল্টন ব্যাংলো, পাখীর জঙ্গল, দয়াপুর/পাখীরালয় রাত্রি বাস হোটেল।

 *দ্বিতীয় দিন :- সজনে খালি, সুধন্যখালি, দোবাকি, পীর খালি, গাজিখালি, বনবিবি ভরানি, দেউল ভরানি, পঞ্চমুখানি ব্যাক পাখীরালয়/ দয়াপুর রাত্রি বাস হোটেল।

 তৃতীয় দিন:-দয়াপুর, জটিরাম পুর,লোকাল সাইডসিন ব্যাক গদখালী।

🟣  *রাত্রি হোটেলে ঝুমুর নাচ আয়োজন করা হবে। 
   
     🟣🟣🟣  ভুরিভোজ 🟣🟣🟣

 *প্রথম দিন  :- ওয়েলকাম ড্রিঙ্কস্

 *দুপুর* :- ভাত, ডাল, ভাজা, সবজি, চিংড়ি মাছের মালাইকারি,কাতলা মাছের কালিয়া, চাটনি, পাপড়।
 *সন্ধ্যা :- এগ চাউমিন, কফি।
 *রাত :- ভাত/ রুটি, ডাল, ভাজা, সবজি, চিকেন কসা।

 *দ্বিতীয় দিন সকালে :- বেডটি, রাধাবল্লভী, আলুর দম, ডিম।  
 *বেলা 11 টা :- মাছ ভাজা।
 *দুপুর :- ভাত, ডাল, ভাজা, সবজি, ভেটকি মাছ, চাটনি, পাপড়।
 *সন্ধ্যা :- চিকেন পকড়া, কফি।
 *রাত :- ফ্রাইড রাইস, চিকেন কষা, স্যালাড।

 *তৃতীয় দিন সকালে :- বেডটি, লুচি, অরকারি।

 *দুপুর:-  ভাত, ডাল, ভাজা, সবজি, পার্শে মাছ, চাটনি, পাপড়।

🔴 একদিন রাতে হোটেলে ঝুমুর নাচের আয়োজন করা হয়ে থাকে।

Contact - Sundarban Wild Camp 
PH - 9903694714 
Email - sourav@sundarbanwildcamp.in 
contact@sundarbannationalpark.co.in
Website - www.sundarbanwildcamp.com 
www.sundarbannationalpark.co.in

No comments:

Post a Comment

Please Do Not Entry Any Spam Link In Th Comment Box

Gangasagar Tour Package One Day From Kolkata

  Planning a spiritual escape without staying overnight? Our   One Day Kolkata to Gangasagar Trip by Cab   is an ideal choice for pilgrims a...