Saturday, January 21, 2023

Singi Tour Itinerary | Weekend Tour To Burdwan / Katwa | Singi Village - Rural Bengal


দৈনিক কোলাহল থেকে অনেক দূরে, গ্রাম বাংলার সৌন্দর্যের টানে, চলুন ঘুরে আসি দক্ষিণবাংলার অপরূপ সুন্দর গ্রাম সিঙ্গি। পরিবারের সদস্যদের সাথে বা বন্ধুদের সাথে এই অচেনা গ্রামে পাবেন ফুসফুস ভরে বিশুদ্ধ অক্সিজেন, পরিষ্কার রাতের আকাশে চন্দ্রোদয়, ধানক্ষেতের মধ্যে সূর্যাস্তের সাক্ষী হবেন, পাখি দেখার আগ্রহ থাকলে ক্যামেরা হাতে গ্রামময় ঘুরে বেড়াতে পারেন, সাথে পাবেন টাটকা শাকসব্জি, ঘরে তৈরি তেল, ঘি, দই এবং বিভিন্ন মশলা ব্যবহার করে মুখোরচক অথচ ১০০% ঘরোয়া খাবারের স্বাদ। আর যদি চান গাড়ি নিয়ে ঘুরে আসতে পারেন জোগাদ্যা সতীপীঠ, উজানি সতীপীঠ, বহুলা সতীপীঠ, কাঠের প্যাঁচা শিল্পীদের গ্রাম - নতুনগ্রাম, পরিযায়ী পাখিদের স্বর্গরাজ্য চুপির চর বা ঐতিহাসিক শহর কাটোয়া।























প্রশ্ন: কি কি দেখার আছে সিঙ্গি গ্রাম এবং তার আশেপাশে?

উত্তর: কথিত আছে মহাকবি কাশীরাম দাস প্রথম বাংলা ভাষায় মহাভারতের ভাবানুবাদ করেছিলেন। সেই মহাকবির জন্মভিটের ধ্বংসাবশেষ  আছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমার অন্তর্গত সিঙ্গি গ্রামে। 

তবে, মহাকবির জন্মভিটে ছাড়াও আশেপাশে দর্শনীয় স্থান কিন্তু অনেক।
পাশের ঐতিহাসিক গ্রাম শ্রীবাটির কয়েকটি টেরাকোটার মন্দিরের কাজ দেখার মতো। 
পাখি দেখার জন্যও সিঙ্গি আসা যায়। সারাবছরই এখানে শামুকখোল(Asian open billede stork), মানিকজোড় (Woolly naked stork), কাস্তেচড়া (Black headed ibis), বাঁশপাতি (Green bee eater) ছাড়াও তিন রকম মাছরাঙার দেখা পাওয়া যায়। ফিঙে, মৌটুসী, বুলবুলি, প্যাঁচা, খঞ্জন, ছাতারে, এরা তো আছেই। 

সিঙ্গিকে কেন্দ্র করে বাংলার বেশ কিছু দর্শনীয় সুন্দর স্থানে ঘুরে নেওয়া যায়। 

১) যোগাদ্যা সতীপীঠ(১৮কিলোমিটার) । 

উজানি সতীপীঠ (৪৫ কিলোমিটার) । 

অট্টহাস সতীপীঠ (৪০কিলোমিটার) । 

বহুলা সতীপীঠ (৩৩ কিলোমিটার) । 


২) ঐতিহাসিক শহর কাটোয়া(১৯ কিলোমিটার) । 

৩) জগদানন্দপুরের রাধাগোবিন্দ জিউর সুন্দর পাথরের মন্দির(১২ কিলোমিটার) । 

৪) কাঠের প্যাঁচা শিল্পীদের গ্রাম, নতুনগ্রাম(১২ কিলোমিটার) । 

৫) পরিযায়ী পাখিদের শীতকালীন বিচরণক্ষেত্র চুপির চর(২৪ কিলোমিটার) ।

৬) ওরগ্রামের জঙ্গল(৫৫ কিলোমিটার) ।  

৭) ঝাংলাই কেউটে সাপের গ্রাম মুশারু ছোট পোষলা, বড়ো পোষলা, পলসোনা(২৬ কিলোমিটার) । 

৮) বৈষ্ণব তীর্থ নবদ্বীপ শহর(২৮কিলোমিটার) । 

CALL - 9903694714 / 9088694714 / info@ryasktourism.com 

No comments:

Post a Comment

Please Do Not Entry Any Spam Link In Th Comment Box

Jagannath Puri Rath Yatra Package 2025

  Odisha Rath Yatra  tourism  Puri Rath Yatra  Tour is one of the most significant spiritual journeys to the sacred land of Puri, also known...