প্রশ্ন: কি কি দেখার আছে সিঙ্গি গ্রাম এবং তার আশেপাশে?
উত্তর: কথিত আছে মহাকবি কাশীরাম দাস প্রথম বাংলা ভাষায় মহাভারতের ভাবানুবাদ করেছিলেন। সেই মহাকবির জন্মভিটের ধ্বংসাবশেষ আছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমার অন্তর্গত সিঙ্গি গ্রামে।
তবে, মহাকবির জন্মভিটে ছাড়াও আশেপাশে দর্শনীয় স্থান কিন্তু অনেক।
পাশের ঐতিহাসিক গ্রাম শ্রীবাটির কয়েকটি টেরাকোটার মন্দিরের কাজ দেখার মতো।
পাখি দেখার জন্যও সিঙ্গি আসা যায়। সারাবছরই এখানে শামুকখোল(Asian open billede stork), মানিকজোড় (Woolly naked stork), কাস্তেচড়া (Black headed ibis), বাঁশপাতি (Green bee eater) ছাড়াও তিন রকম মাছরাঙার দেখা পাওয়া যায়। ফিঙে, মৌটুসী, বুলবুলি, প্যাঁচা, খঞ্জন, ছাতারে, এরা তো আছেই।
সিঙ্গিকে কেন্দ্র করে বাংলার বেশ কিছু দর্শনীয় সুন্দর স্থানে ঘুরে নেওয়া যায়।
১) যোগাদ্যা সতীপীঠ(১৮কিলোমিটার) ।
উজানি সতীপীঠ (৪৫ কিলোমিটার) ।
অট্টহাস সতীপীঠ (৪০কিলোমিটার) ।
বহুলা সতীপীঠ (৩৩ কিলোমিটার) ।
২) ঐতিহাসিক শহর কাটোয়া(১৯ কিলোমিটার) ।
৩) জগদানন্দপুরের রাধাগোবিন্দ জিউর সুন্দর পাথরের মন্দির(১২ কিলোমিটার) ।
৪) কাঠের প্যাঁচা শিল্পীদের গ্রাম, নতুনগ্রাম(১২ কিলোমিটার) ।
৫) পরিযায়ী পাখিদের শীতকালীন বিচরণক্ষেত্র চুপির চর(২৪ কিলোমিটার) ।
৬) ওরগ্রামের জঙ্গল(৫৫ কিলোমিটার) ।
৭) ঝাংলাই কেউটে সাপের গ্রাম মুশারু ছোট পোষলা, বড়ো পোষলা, পলসোনা(২৬ কিলোমিটার) ।
৮) বৈষ্ণব তীর্থ নবদ্বীপ শহর(২৮কিলোমিটার) ।
CALL - 9903694714 / 9088694714 / info@ryasktourism.com
No comments:
Post a Comment
Please Do Not Entry Any Spam Link In Th Comment Box