Thursday, February 2, 2023

Dhanyakuria - Near Kolkata

হ্যাঁ কলকাতার কাছেই রয়েছে এমন একটা Castle যেটাকে দেখলে মনে হবে যে Cinderella castle এ চলে এসছেন। জায়গাটার নাম ধান্যকুড়িয়া রাজবাড়ী। শিয়ালদহ স্টেশন থেকে হাসনাবাদ গামী ট্রেনে চেপে নামতে হবে কাকড়া মির্জা নগর স্টেশন এ। এবার স্টেশনের বায়রে থেকে একটা টোটো করে ১৫-২০ মিনিটের মধ্যে পৌঁছে যাবেন এই জায়গায় । এখানে Cinderella castle এর পাশাপাশি রয়েছে বিভিন্ন জমিদারবাড়ি। গায়েনদের জমিদারবাড়ি, সাউদের জমিদারবাড়ি এবং বল্লভদের জমিদারবাড়ি, রয়েছে একটি রাসমঞ্চ। সবশেষে রয়েছে গায়েনদের বাগানবাড়ি, যেটা Cinderella castle নামেও পরিচিত। তবে এখানে প্রবেশ নিষিদ্ধ । বাকি জমিদারবাড়ি গুলোতে একমাত্র দুর্গাপুজোর সময় ছাড়া ঢোকা যায়না। তবে বায়রে থেকে দেখতেও খারাপ লাগবে না। 

No comments:

Post a Comment

Please Do Not Entry Any Spam Link In Th Comment Box

Kolkata to Gangasagar Fixed Departure Package

  We provide Complete  Kolkata to Gangasagar Fixed Departure Package  for all coming pilgrims. Our Company provide private vehicle for trans...