Wednesday, February 8, 2023

Offbeat Darjeeling Places

|| অফবিটে আনাগোনা , 03 রাত্রি 04 দিন || 

পাহাড়ের আনাচ-কানাচ থেকে কাঞ্চনজঙ্ঘা, কমলালেবুর বাগান, ম্যাপেল সহ নানা গাছের ফল কালার, হোমস্টেগুলোর উঠোনের রঙিন বাহারি মরশুমি ফুল... পাহাড়টা যেন আরো মায়াবী হয়ে ওঠে।

চলুন প্ল্যানটা ছকে নেওয়া যাক। দার্জিলিং-কার্শিয়াং অফবিটকে মোদ্দায় চারটে পার্টে ভাগ করে নেওয়া যায় : 

ক) সিটং, অহলদাঁড়া, লাটপাঞ্চার, কয়লাগুদাম, তুরুক, মাহালদিরাম, চিমনি, বাগোরা, সেল্পু, সোরেন, শিবখোলা, যোগিঘাট, মংপু ইত্যাদি।

খ) তাকদা, তিনচুলে, রামপুরিয়া, কোলবং, নয়া বস্তি, ছোটা মাঙ্গয়া, বড় মাঙ্গয়া, লামাহাট্টা, পেশক, রঙ্গারুণ, দাওয়াইপানি, চটকপুর, তিস্তা ভ্যালি, রংলি-রংলিয়ট, রঞ্জু ভ্যালি, ছয় মাইল ইত্যাদি। 

গ) দার্জিলিং, লেপচাজগৎ, ঘুমভঞ্জং, সিংতাম, গুমতিগাঁও, লেবং, সোনাদা, রংবুল, খোরসং, বিজনবাড়ি, ঝেঁপি, সুখিয়া, গুরাস, তাবাকোশি, রংভঙ, মিরিক ইত্যাদি। 

ঘ) মানেভঞ্জন, ধোত্রে, টংলু, টুমলিং, কালিপোখরি, সান্দাকফু, ফালুট, গোর্খে, সামানদিন, রিম্বিক ইত্যাদি। 


এছাড়াও কাস্টোমাইজড নানা অপশন তো রইলই। 

No comments:

Post a Comment

Please Do Not Entry Any Spam Link In Th Comment Box

Kolkata to Gangasagar Fixed Departure Package

  We provide Complete  Kolkata to Gangasagar Fixed Departure Package  for all coming pilgrims. Our Company provide private vehicle for trans...